সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতাল যেনো নিজেই সংক্রমিত

ডাক্তার নেই : সেবা অপ্রতুল শরীফুল ইসলাম চৌধুরী ::::দিনবদলে সিলেট বিভাগের সরকারি বিভিন্ন সেক্টরে উন্নয়নের হাওয়া লাগলেও সেই হাওয়া লাগেনি সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালে। তিনজন ডাক্তার নিয়ে অপ্রতুল সেবায় প্রতিদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে প্রতিষ্ঠানটি। নানা সমস্যায় জর্জরিত সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতাল নিজেই যেনো সংক্রমিত। বাহির থেকে ভিতরÑ পরিবেশ দেখলে এমনটিই মনে হবে যে কারো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় প্রতিষ্ঠার দীর্ঘ ৫৪ বছর পরও কোনো সীমানা প্রাচীরই নেই এই প্রতিষ্ঠানটির। সম্মুখভাগে দাঁড়িয়ে থাকা একটি গেইট দেখে বোঝার উপায় নেই এটি হাসপাতাল না অন্যকিছু। ১৯৬২ সালে নগরীর শাহী ঈদগাহে ৭৫০ শতক ভূমির উপর সিলেট … Continue reading সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতাল যেনো নিজেই সংক্রমিত